রোগীর স্বজন ডাক্তারকে ‘আপু’ ডাকায় উত্তেজিত হয়ে ওই রোগীর অভিভাবকসহ রোগীকে তার কক্ষ থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মারজিয়া খাতুন জরুরি বিভাগের কক্ষ থেকে বের করে দেন।
অভিযোগকারী রোগীর স্বজন কাজী মাসুম জানান, দুপুর ২টার দিকে তার ছোট মেয়ে জান্নাতুল ফেরদৌস মামিয়ার প্রচণ্ড পেট ব্যথা নিয়ে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে আসেন। এ সময় কর্তব্যরত ডাক্তার তাকে জরুরি কিছু ওষুধ লিখে দেন। হাসপাতালে ওষুধগুলো না পেয়ে বাইরে বিভিন্ন দোকানে খুঁজতে থাকেন। একপর্যায়ে একটি ওষুধ না পেয়ে প্রায় আধা ঘণ্টা পর আবারও জরুরি বিভাগের মেডিকেল অফিসারের কক্ষে প্রবেশ করে দেখেন আগের ডাক্তার ডিউটি শেষ করে চলে গেছেন। তার জায়গায় ডিউটিতে আসেন ডাক্তার মারজিয়া খাতুন।
কাজী মাসুম অভিযোগ করে বলেন, ডা. মারজিয়াকে আপু সম্মোধন করে বলেন ‘আগের ডাক্তার যে ওষুধটি দিয়েছিল, ওই ওষুধটি পাওয়া যাচ্ছে না। অন্য কোনো ওষুধ দেওয়া যায় কি না। এ কথা শুনেই ডাক্তার মারজিয়া ক্ষিপ্ত হয়ে ওঠে বলেন, ‘আপু বলছেন কেন, আমি মেডিকেল অফিসার। যান বের হয়ে যান।
ঘটনাটি জানার পর কয়েকজন সংবাদকর্মী ওই ডাক্তারের কক্ষে আসেন বিষয়টি বিস্তারিত জানার জন্য। এ সময় তিনি বলেন, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়া কারও সঙ্গে কোনো কথা বলব না।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার তাহেরাতুল আশরাফি মোবাইল ফোনে বলেন, বিষয়টি আমি শুনেছি, হয়তো ভুলক্রমে তিনি এ কথা বলেছেন। তবে আমাদেরকে অফিসিয়ালি অভিযোগ বা সরাসরি কথা বললে শনিবার আসতে হবে।










