আবুধাবিতে অনুষ্ঠিত এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়েছে আফগানিস্তান।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে সেদিকউল্লাহ আতালের অপরাজিত ৭৩ ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ২০ বলে বিধ্বংসী ফিফটিতে ৬ উইকেটে ১৮৮ রান তোলে আফগানরা। ইনিংসের ১৯তম ওভারে টানা তিন ছক্কার পর চার মেরে ওমরজাই পূর্ণ করেন আফগানিস্তানের ইতিহাসে দ্রুততম টি–টোয়েন্টি ফিফটি (২০ বলে)।
জবাবে হংকংয়ের ইনিংস গুটিয়ে যায় ৯৪ রানে। বাবর হায়াত করেন সর্বোচ্চ ৩৯ রান। আফগানিস্তানের হয়ে গুলবদিন নাইব ও ফজলহক ফারুকি নেন ২টি করে উইকেট।
ম্যাচে ব্যাট–বল দুই বিভাগেই আলো ছড়ানো আজমতউল্লাহ ওমরজাই হয়েছেন ম্যাচসেরা।
আফগানিস্তানের পরের ম্যাচ আগামী মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ১৮৮/৬ (আতাল ৭৩*, ওমরজাই ৫৩, নবী ৩৩; কিঞ্চিৎ ২/২৪)
হংকং: ৯৪/৯ (হায়াত ৩৯; নাইব ২/৮, ফারুকি ২/১৬)
ফল: আফগানিস্তান ৯৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আজমতউল্লাহ ওমরজাই।










