জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সম্প্রীতির ঐক্য প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। তিনি ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেন প্রার্থিতা বাতিল? বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অমর্ত্য রায় জনকে জাকসুর গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারা অনুযায়ী ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচনা করা হয়েছে। সে কারণে ভোটার ও প্রার্থী তালিকা থেকে তার নাম প্রত্যাহার করা হয়েছে।
জাকসুর গঠনতন্ত্র অনুযায়ী, স্নাতক পর্যায়ে সর্বোচ্চ ছয় বছর ও স্নাতকোত্তরে সর্বোচ্চ দুই বছর অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীরাই কেবল ভোটার এবং প্রার্থী হওয়ার যোগ্য।
বিশ্ববিদ্যালয়ের ব্যাখ্যা : নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম বলেন, “এটি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়েছে।”
সিন্ডিকেটের সচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান জানান, অমর্ত্য রায় জন ২০২১ সালে স্নাতক চূড়ান্ত পরীক্ষায় অকৃতকার্য হন। পরবর্তীতে দুবার বিশেষ পরীক্ষার সুযোগ পেয়েও পাস করতে না পারায় তিনি আর নিয়মিত শিক্ষার্থী নন। এ বিষয়ে অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত সিন্ডিকেট অনুমোদন দেয় এবং পরে তা নির্বাচন কমিশনে পাঠানো হয়।
প্রার্থীর প্রতিক্রিয়া মেলেনি : এ বিষয়ে জানতে অমর্ত্য রায়ের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
প্রার্থীর সংখ্যা কমল : এর আগে ২৯ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সহ-সভাপতি (ভিপি) পদে চূড়ান্ত প্রার্থী ছিলেন ১০ জন। অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল হওয়ায় এখন ভিপি পদে প্রার্থীর সংখ্যা হলো ৯।










