২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই রাউন্ডে আগামী সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়া বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য সোমবার (২৫ আগস্ট) স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে কোচ কার্লো আনচেলত্তির। এরই মধ্যে ১৯ জনের নাম বাছাই করে ফেলেছেন তিনি।
আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় দল ঘোষণা করবেন আনচেলত্তি। যেটি সিবিএফের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো।
এদিকে রবিবার (২৪ আগস্ট) সামনে এসেছে নেইমারের ইনজুরির বিষয়টি। গত বৃহস্পতিবার সান্তোসে অনুশীলনের সময় উরুতে ফোলা (থাই এডিমা) অনুভব করেন নেইমার। তবে তাকে রেখেই দল ঘোষণা করা হয়েছে।
ও গ্লোবোর প্রকাশ করা আনচেলত্তির বাছাই করা ১৯ জন খেলোয়াড়ের তালিকায় রয়েছেন— নেইমার জুনিয়র (সান্তোস), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), এদার মিলিতো (রিয়াল মাদ্রিদ), কাইও জর্জ (ক্রুজেইরো), মার্কোস আন্তোনিও (সাও পাওলো), পাওলো হেনরিক (ভাস্কো), ভিতিনহো (বোটাফোগো), অ্যালেক্স টেলস (বোটাফোগো), গ্যাব্রিয়েল ব্রাজাও (সান্তোস), দানিলো (বোটাফোগো), স্যামুয়েল লিনো (ফ্ল্যামেঙ্গো), অ্যালেক্স স্যান্ড্রো (ফ্ল্যামেঙ্গো), লিও অর্টিজ (ফ্ল্যামেঙ্গো), লিও পেরেইরা (ফ্ল্যামেঙ্গো), জিন লুকাস (বাহিয়া), ম্যাথিউস পেরেইরা (ক্রুজেইরো), কাইকি (ক্রুজেইরো), ফ্যাব্রিসিও ব্রুনো (ক্রুজেইরো) ও হুগো সুজা (করিন্থিয়ানস)।
আগামী ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলি এবং ১০ সেপ্টেম্বর শেষ ম্যাচে বলিভিয়ার মাঠে তাদের মুখোমুখি হবে ব্রাজিল।










