ঢাকার সাভারে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন জিম ‘ফিট ভাইব জিম’-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সাভার পৌর এলাকার ছায়াবীথি মহল্লায় শহীদ মজনু স্কুলের বিপরীতে জিমটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি বডি বিল্ডার তামীর আনোয়ার। অনুষ্ঠানটি পরিচালনা করেন সোহেল রানা।
কেক ও ফিতা কেটে জিমটির উদ্বোধন করা হয়। পরে অতিথিদের হাতে লাইফ টাইম মেম্বারশিপ কার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে অতিথিরা জিমের বিভিন্ন ব্যায়ামযন্ত্র ঘুরে দেখেন।
প্রধান অতিথি খোরশেদ আলম বলেন, “বর্তমানে আমাদের খাদ্যাভ্যাস ও জীবনযাপন পদ্ধতি এমন অবস্থায় পৌঁছেছে যে, বাইরে থেকে ফিট দেখা গেলেও ভেতরে আমরা অসুস্থ হয়ে পড়ছি। তাই সুস্থভাবে বাঁচতে হলে নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই। জিম এমন একটি জায়গা যেখানে সব বয়সের মানুষ শরীরচর্চা করতে পারেন।” তিনি আরও জানান, দরিদ্র ব্যক্তিদের জিমের খরচ প্রয়োজনে তিনি নিজে বহন করবেন।
বিশেষ অতিথি তামীর আনোয়ার বলেন, “আমি সাভার থেকেই আমার বডিবিল্ডিং ক্যারিয়ার শুরু করি ২০০৬ সালে। ধীরে ধীরে উন্নতি করে আজ বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করছি। আপনাদের দোয়া ও আমার কঠোর পরিশ্রমে আমি বাংলাদেশে প্রথম IFBB Pro অর্জন করেছি।”
তিনি আরও বলেন, “সবাইকে আমি অনুরোধ করব, ফিট ভাইব জিমে এসে নিয়মিত ওয়ার্কআউট করুন এবং অন্যদেরও অনুপ্রাণিত করুন। আমরা ডাক্তারের কাছে না গিয়ে জিমে গিয়ে নিজেদের ফিট রাখতে পারি। সুস্থ থাকতে হলে জিমে নিয়মিত ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলতে হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ফিট ভাইব জিমের মালিক হুমায়ুন কবির, সমাজসেবী মনিবুর রহমান চম্পক, নাহার জেনারেল হাসপাতালের অপারেশন ডিরেক্টর শানেওয়াজ হাওলাদার, বাপ্পি, শরিফুল ইসলাম প্রমুখ।










