Advertisement

সাভারে ব্যবাসয়ীর বাড়িতে হামলা ও ভাঙচুর, বসতভাড়ি রক্ষার দাবীতে সংবাদ সম্মেলন

নাজমুল হুদা (সাভার) : সাভারে এক ব্যবসায়ী ও প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে। নিজের বসতবাড়ি রক্ষার দাবীতে বুধবার বিকেলে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করে ব্যবসায়ী শাহাদাৎ হোসেন বলেন, তার বাবা হোসেন খান একজন ব্যাবসায়ী। সাভারের হেমায়েতপুর এলাকায় ৬ একর জমির উপর তাদের একটি বসতবাড়ি রয়েছে।

সম্প্রতি ওই জমির পেছনের অংশ থেকে ২০ শতাংশ জমি শাহ আলম বাদল নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। তবে ২০ শতাংশ জমি কেনার থেকেই বাদল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে তাদের পুরো জমি দখলের চেষ্টা করে আসছে। এমনকি গতকাল তাদের বসতবাড়িতে ৩০/৪০ জনের একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে ভাঙচুর চালায়। ওয়ারিশ সুত্রে তাদের জমিতে যেতে গেলেও বাদলের সন্ত্রাসী বাহিনী তাদেরকে বাধা দেয়। পুরোপুরি তারা বাদল শেখের সন্ত্রাসী বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছেন। গত ৫ আগষ্টের আগে বাদল স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন নেতাদের পরিচয় দিতেন, এখন তিনি বিএনপির নেতাদের নাম ভাঙ্গিয়ে তাদেরকে হুমকি দিয়েছে। এই ঘটনায় তিনি বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও ঘটনার সুষ্ট বিচারের দাবী জানান তিনি। এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *