সাভারে মসজিদ দখল নিতে হামলা- নারীসহ আহত তিনজন
সাভার প্রতিনিধি:
সাভারের হেমায়েতপুরে একটি মসজিদ দখল নিতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ তিনজন আহত হয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে৷
শনিবার (২২ জুলাই) সাভার মডেল থানায় এ ঘটনায় একটি অভিযোগ করেছে ভুক্তভোগী মো: মোস্তফা।
এরআগে, সকালে হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বায়তুল লতিফ জামে মসজিদ দখল নিয়ে মোস্তফাদের বাড়িতে গিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা৷
আহতরা হলেন- মো: মোস্তফা (৩৮), তার বোন রুনু বেগম ও মোস্তফার বাক প্রতিবন্ধী ভাগ্নি ।
অভিযুক্তরা হলেন- শিমুল (৩০), ফারুক (৩৫), সজিব (২৮), আরিফুল (৪২), ইয়াকুব (৬৫), সুমন (৪৫), সোলায়মান (৬৫) ও ইউনুস (৬২)। তারা সবাই হেমায়েতপুরের হরিনধরার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা গেছে, মোস্তফাদের ৫ শতাংশ জমির উপর বায়তুল লতিফ জামে মসজিদ তৈরি করে। মসজিদে গত ৬ মাস যাবৎ নামাজ আদায় করা হচ্ছে৷ কিন্তু সম্প্রতি শিমুলসহ বাকিরা মসজিদটি দখল করতে পায়তারা শুরু করে। গত ১৯ জুলাই মসজিদের ইমাম জাকারিয়া বখতিয়ার ফরিদীকে মারধর করে মসজিদ তালা দিয়ে দেয় সুমনরা। আজ সকালে মোস্তফারা মসজিদ খুলে দেওয়ার জন্য সুমনদের বলতে গেলে তারা অতর্কিত ভাবে দেশীয় অস্ত্র নিয়ে মোস্তফার ওপর হামলা চালায়। এসময় মোস্তফার বোন ও ভাগ্নি আটকাতে গেলে তাদেরও মারধর করা হয়।
আহত মোস্তফার স্ত্রী হালিমা বেগম সাভার নিউজ কে বলেন, অনেক দিন যাবৎ মসজিদ দখল করা জন্য চেষ্টা করে আসচ্ছে সুমন ও তার লোকজন। কিন্তু আমাদের মসজিদের ইমামকেও তারা মেরে বের করে দিছে। আজ আমার স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আর তার বোন ও ভাগনিকেও মেরেছে। তারা সবাই হাসাপাতালে ভর্তি আছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল মোল্লা সাভার নিউজ কে বলেন, আমি ঘটনাটি জেনেছি। থানায় একটি অভিযোগও করেছে ভুক্তভোগীরা। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
২২/০৭/২০২৩
সাভার (ঢাকা)
Leave a Reply