সাভার পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগ কমিটি ঘোষণা
সাভার পৌর ছাত্রলীগ ও সাভার সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ান ও সাধারণ ওয়াশিম আক্তার বাবুকে নির্বাচিত করা হয়েছে এবং সাভার কলেজ ছাত্রলীগের সভাপতি জীবন এবং নাসিরকে সাধারন সম্পাদক নির্বাচন করা হয়েছে।
ঢাকা জেলা উওর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাভার পৌর ছাত্রলীগের ও সাভার কলেজ ছাত্রলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এসময় পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে এক বছরের জন্য এই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার ৪ঠা অক্টোবর দুপুরে সাভার উপজেলা অডিটোরিয়ামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান প্রধান অতিথি থেকে এই কমিটির ঘোষণা দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মোল্লা, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মন্ডল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নব নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকগন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য, সহ জেলার ছাত্রলীগের সকল নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।
Leave a Reply