রাজিব মাহমুদ:-ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে চার বছর যাবৎ ধর্ষণের অভিযোগ উঠেছে।এ ঘটনায় ওই নারী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ।
অভিযোগ সুত্র জানাযায়, আশুলিয়ার শ্রিখন্ডিয়া এলাকায় একই বাড়িতে থাকার সুবাধে প্রতিবেশী আব্দুর রহমান জিম নামের এক যুবকের সাথে ওই নারীর পরিচয় হয়।
পরে বিয়ের প্রলোভন দিখিয়ে একাধিকবার নির্যাতন চালানো হয় তার উপর। এমনি গোপনে সেই ভিডিও চিত্র ধারন করে নগদ টাকা ও স্বর্নালঙ্কারও হাতিয়ে নেওয়া হয়। পরে এ ঘটনায় ভুক্তোভোগী নারী বাদী হয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ পরিদর্শক বিপুল সরকার বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
Leave a Reply