স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সাভারে সমাজের অহসায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে সাভারের হেমায়েতপুর এলাকায় জিআর এর উদ্যোগে সমাজের প্রায় এক হাজার অসহায় পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। এসময় প্রত্যেককে দশ কেজি করে চাউল দেওয়া হয়।
ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর সমাজের অসহায়দের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলম, নিজাম উদ্দিন, আলমাস মোল্ল্যা, রফিকুল ইসলাম, কাজল ও ছাত্রলীগ নেতা সুমন ইমতিয়াজ, সাইদুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply