স্টাফ রিপোর্টার : সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের বন্যা কবলিত বিভিন্ন এলাকা বুধবার পরিদর্শন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
তিনি বন্যা কবলিত অসহায় মানুষদের নিকটবর্তী স্কুলে আশ্রয় প্রদানের জন্যে স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এছাড়া বন্যা কবলিত মানুষের গবাদি পশু উঁচু স্থানে রাখার অনুরোধ করেন তিনি এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী প্রদানের আশ্বাস প্রদান করেন।
Leave a Reply