নারী নির্যাতন ও যৌন হয়রানির বিরুদ্ধে উঠান বৈঠক করেছে ঢাকার উত্তরা পূর্ব থানা মেট্রোপলিটন পুলিশ।
শনিবার সকালে উত্তরায় (বিট ৭) বিট ইনচার্জ এস আই মনসুর হোসেন মানিকের নেতৃত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় এসআই মনসুর হোসেন মানিক বলেন, বাংলাদেশ পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোটা দেশ ব্যাপী এই জঘন্য অপরাধের বিরুদ্ধে কাজ শুরু করেছে।
মা-বোনদের যৌন নির্যাতনের বিরুদ্ধে আমরা সোচ্চার। আপনারা পুলিশকে তথ্য দিন, সেবা নিন৷ ধর্ষণ ও যৌন নির্যাতন করে কেউ পার পাবে না৷
এস আই মানিক গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও ভাষা সাহিত্য বিভাগের তৃতীয় ব্যাচের ছাত্র ও বর্তমানে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সহ-প্রচার সম্পাদক। এছাড়াও তিনি গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক এবং নিজ বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন৷
Leave a Reply