বৃহস্পতিবার সন্ধ্যা (৭.২৫) মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে এবং বাসে আগুন দেওয়ার ঘটনার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ সাজা দাবি জানিয়ে সাভার উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল আলম সমরে উদ্যোগে এই প্রতিবাদ মিছিল করা হয়।
এ সময় সাভার উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল আলম সমর বক্তব্যে বলেন, দেশের যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য সাভার আওয়ামীলীগ সর্বদায় প্রস্তুত রয়েছেন। এবং যারা দেশের ক্ষতি করতে চায় ও যারা দেশের মানুষের ক্ষতি করতে চায়। কেউ ছাড় পাবে না। যতক্ষণ পর্যন্ত দোষীদের দৃষ্টান্তমূলক সাজা না হবে আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের এই প্রতিবাদ চালিয়ে যাব। এসময় আরো উপস্থিত ছিলেন, তেতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন,সাভার উপজেলা ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম, তেতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুমন, যুবলীগ নেতা আবির মাসুমসহ আরো অনেকনেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
Leave a Reply