সাভারে মাস্ক না পড়ার অপরাধে ১৪ জনকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ।
এসময় মোট ২ হাজার ২শত টাকা জরিমানা আদায় এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, সাভার উপজেলার কয়েকটি বাজার ও জনবহুল স্থানে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ মোকাবেলায় বাধ্যতামূলক মাস্ক পরিধান করার জন্য জনসাধারণকে সচেতন করার পাশাপাশি ঢাকা জেলা প্রশাসনের পক্ষে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
অভিযান কালে মোট ১৪ জনকে মাস্ক না পড়ার অপরাধে অর্থিক জরিমানা করা হয়। এ অভিযান চলমান থাকবে।
Leave a Reply