1. jahidul.moviebangla@gmail.com : Jahidul Islam : Jahidul Islam
  2. savarnews24@gmail.com : savarnews24 :
বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১, ০৫:৫৮ অপরাহ্ন
ঘোষনা :
সাভার নিউজ টোয়েন্টিফোর ডটকমে সবাইকে স্বাগতম >> আপনার আশপাশের ঘটে যাওয়া ঘটনা জানাতে আমাদের মেইল করুন। ই-মেইল : savarnews24@gmail.com

করোনায় সুস্থতার হার ৮১.২৯ শতাংশ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ১৫১ বার পড়েছেন

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত দুই হাজার ৩০২ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৬৯ হাজার ১৭৯ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৭টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৭৭৭টি নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৬ লাখ ৯৬ হাজার ১৫০। এ সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হন আরও দুই হাজার ১৫৬ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৫৪ হাজার ১৪৬ জনে। মোট নমুনা পরীক্ষা ও শনাক্ত তুলনায় সুস্থতার হার ৮১ দশমিক ২৯ শতাংশ।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা দুই হাজার ৩০২ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৭০০, চট্টগ্রাম বিভাগে ৩৮৯, রংপুর বিভাগে ২৭, খুলনা বিভাগে ৬২, বরিশাল বিভাগে ৩৩, রাজশাহী বিভাগে ৪৯, সিলেট বিভাগে ৩৬ এবং ময়মনসিংহ বিভাগে ৩ জন রয়েছেন।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

নিউজটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত আরও খবর :