নাজমুল হুদাঃ সাভারে যৌতুক না পেয়ে গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে জখমসহ আহত ৭
সাভারে নামা গেন্ডা এলাকার যৌতুক না পেয়ে এক গৃহবধূকে তাঁর স্বামী লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি ।
নির্যাতনের শিকার গৃহবধূর নাম কেয়া মনি (১৯) তার মা তছিরুন বেগম (৪০) তার বোন রিয়া মনি( ১৩) বাড়ী ভাড়াটিয়া সালাউদ্দিন ( ৩০), সাহা জালাল (২৬) মোতালেব( ২৮) সাভারে হোসেন ব্যাপারী স্ত্রী। এ ঘটনায় ওই গৃহবধূর মা তছিরুন ৫নাম উল্লেখ করে মামলা করেছেন।
মামলার এজাহার ও নির্যাতনের শিকার ওই গৃহবধূর পারিবারিক সূত্রে জানা যায়, গেন্ডা এলাকার হোসেন ব্যাপারী
মেয়ে কিয়া মনি বিয়ে হয়। কিয়া মনি বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া মশিউর খন্দকার ছেলে মহাসিনের সাথে বিয়ে হয়।
বিয়ের কিছুদিন পর থেকেই মহাসিন কিয়া মনি কাছে যৌতুক দাবি করেন। কিয়া মনি বাবার বাড়ি ও চাকরির টাকা থেকে ৬ লাখ ও সাধ্যমতো স্বামীর চাহিদা পূরণ করেছেন। কিন্তু দিনে দিনে মহাসিন
যৌতুকের চাহিদা বাড়তেই থাকে। বুধবার গভীর রাতে মহাসিন কিয়া মনি
কাছে আবারও যৌতুকের টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় মহাসিন ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে কিয়া মনি মা বোন সহ৭ পেটান। খবর পেয়ে বাবার বাড়ির লোকজন সেখান থেকে তাঁকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সাভারে যৌতুক না পেয়ে গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে জখমসহ আহত ৭
সাভারে নামা গেন্ডা এলাকার যৌতুক না পেয়ে এক গৃহবধূকে তাঁর স্বামী লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি ।
নির্যাতনের শিকার গৃহবধূর নাম কেয়া মনি (১৯) তার মা তছিরুন বেগম (৪০) তার বোন রিয়া মনি( ১৩) বাড়ী ভাড়াটিয়া সালাউদ্দিন ( ৩০), সাহা জালাল (২৬) মোতালেব( ২৮) সাভারে হোসেন ব্যাপারী স্ত্রী। এ ঘটনায় ওই গৃহবধূর মা তছিরুন ৫নাম উল্লেখ করে মামলা করেছেন।
মামলার এজাহার ও নির্যাতনের শিকার ওই গৃহবধূর পারিবারিক সূত্রে জানা যায়, গেন্ডা এলাকার হোসেন ব্যাপারী
মেয়ে কিয়া মনি বিয়ে হয়। কিয়া মনি বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া মশিউর খন্দকার ছেলে মহাসিনের সাথে বিয়ে হয়।
বিয়ের কিছুদিন পর থেকেই মহাসিন কিয়া মনি কাছে যৌতুক দাবি করেন। কিয়া মনি বাবার বাড়ি ও চাকরির টাকা থেকে ৬ লাখ ও সাধ্যমতো স্বামীর চাহিদা পূরণ করেছেন। কিন্তু দিনে দিনে মহাসিন
যৌতুকের চাহিদা বাড়তেই থাকে। বুধবার গভীর রাতে মহাসিন কিয়া মনি
কাছে আবারও যৌতুকের টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় মহাসিন ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে কিয়া মনি মা বোন সহ৭ পেটান। খবর পেয়ে কিয়া মনি বাবার বাড়ির লোকজন সেখান থেকে তাঁকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানান, এই ঘটনা তদন্ত চলছে এর আগে ৬লাখ টাকা যৌতুক দাবীর অভিযোগে থানার এজাহার দেওয়া হয়েছে গৃহবধূর পরিবার । , সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বলেন, ‘যৌতুক ও নারী নির্যাতন অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্হা নেওয়া হবে ।
Leave a Reply