কমিটি মেয়াদ উত্তীর্ণ শুধু আশুলিয়া থানা না, সাভার পৌর ছাত্রলীগ, সাভার কলেজ ছাত্রলীগ ও সাভার উপজেলা ছাত্রলীগ ৭ এপ্রিল ২০১৫ তে একদিনেই করা। আবার তোমরাও যে তুলশি পাতা তাও না ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারী কমিটি পেয়েছো ১ বছরের জায়গায় ৪ বছর আমরা তো ছিলাম ৬৭ জন তোমরা কত জন??? আজও পূর্ণাজ্ঞ করতে পারো নাই😭😭😭 আর বাপের বেটা হইলে সাভারের কমিটিতে কলম ঘুরাও🤭🤭🤭
তারপরও আমাদের যারা শুভাকাঙ্ক্ষী সবাইকে এই সিন্ধান্ত কে স্বাগত জানাতে অনুরুধ করছি।
শুভ কামনা রইলো প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
সাইদুর মিথ্যা বলছে এই নিউজে, স্থানীয় নেত্রীবৃন্দ বলতে কোন নেতাকে বুঝানো হয়েছে? আর শত্রুতা সাইদুরের সাথে আশুলিয়া থানা ছাত্রলীগের পদধারী কমবেশী সবারই ছিল বা আছে। তারপরও সংগঠনের স্বার্থে যদি আশুলিয়া থানা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি হয় তাহলে অবশ্যই আমরা এই সিধান্তকে স্বাগত জানাই। আর যদি অন্য কিছু হয় তার জন্যও সাইদুরকে সচেতন হওয়ার অনুরুধ জানাচ্ছি।https://m.facebook.com/story.php?story_fbid=2705554332912234&id=100003730821732
আশুলিয়ার থানা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি এস এ শামীমের ফেসবুক থেকে নেওয়া।
https://m.facebook.com/story.php?story_fbid=2704503293017338&id=100003730821732
Leave a Reply