নব্বই দশকের ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক নাঈমের মেয়ে এবং নবাব স্যার সলিমুল্লাহর প্রপৌত্রী নামিরা নাঈমের সঙ্গে ঢাকায় দেখা হলো পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের।
সম্প্রতি রাজধানীর ঐতিহাসিক আহসান মঞ্জিলে একসঙ্গে সময় কাটান তারা। দুই দেশের সংস্কৃতি, পরিবার এবং ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে দীর্ঘ সময় গল্প করেন নামিরা ও হানিয়া।
নামিরা জানান, “নবাব পরিবারের সন্তান হিসেবে আমাদের ইতিহাস নিয়ে অনেক গল্প হয়েছে। হানিয়াকে বলেছি, পাকিস্তানেও আমাদের আত্মীয়স্বজন রয়েছেন। ডিজাইনার আমির আদনান এবং গায়ক-অভিনেতা আলী জাফরের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে—এসব নিয়েও আলাপ হয়েছে।”
হানিয়ার ব্যক্তিত্ব নিয়ে নিজের অভিমত জানিয়ে নামিরা বলেন, “ইনস্টাগ্রামে তাকে যেমন মনে হয়, বাস্তবে তিনি একেবারেই ভিন্ন। খুব প্রাণবন্ত, খোলা মনের একজন মানুষ। আমরা অনেক মজা করেছি।”
নামিরার ভাষ্য অনুযায়ী, হানিয়া আমির ঢাকার পথের ধারের খাবার বেশ উপভোগ করেছেন। বিশেষ করে ঝালমুড়ি ও ফুচকা খেতে গিয়ে সবাইকে চমকে দেন তিনি। “খালি পেটে নাগা মরিচের ঝালমুড়ি বেশ মজা করে খেল হানিয়া। এমনকি ফুচকাতেও ৩–৪টা নাগা মরিচ দিয়ে খেয়েছে। আমরা ঝালের তাপে চোখ মুখ কুঁচকে ফেললেও, হানিয়ার কোনো ভাবান্তর হয়নি,”—বলেন নামিরা।
বর্তমানে নাঈম তার পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন। বড় মেয়ে নামিরা দেশে পড়াশোনা শেষে একটি পোশাক ব্র্যান্ড চালু করেছেন। ছোট মেয়ে মাহাদিয়া নাঈম বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।










