ঢাকার আশুলিয়ার জিরানী বাজার স্ট্যান্ড এলাকায় যানজট, মাদক এবং সন্ত্রাসী কার্যক্রম রোধে করণীয় নির্ধারণে এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় কোনাপাড়া দারুল উলুম আলিম মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিক, পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, অটোচালক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহবুবুল হাসান, অধ্যক্ষ, কোনাপাড়া দারুল উলুম আলিম মাদ্রাসা; আব্দুল্লাহ আল মামুন, সভাপতি, শিমুলিয়া ইউনিয়ন বিএনপি; মোবারক হোসেন, সাধারণ সম্পাদক, শিমুলিয়া ইউনিয়ন বিএনপি; হাজী আব্দুল মালেক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল; আসাদুল ইসলাম মুকুল, কেন্দ্রীয় সদস্য, এনসিপি প্রমুখ। এছাড়া শিমুলিয়ার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ওয়ার্ড সদস্য, যুব সমাজ, ছাত্র প্রতিনিধি, ব্যবসায়ী, আলেম সমাজের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ সভায় অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৮ নম্বর ওয়ার্ড সদস্য মান্নান হোসেন। আলোচনা সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘যানজট শুধু সড়ক চলাচলেই বাধা সৃষ্টি করে না, বরং স্কুলগামী শিশু, রোগী, কর্মজীবী মানুষ—সকলেই দুর্ভোগের শিকার হন। এ সমস্যা সমাধানে প্রশাসনের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে।’
ওসি আব্দুল হানান বলেন, ‘জিরানী এলাকায় যানজট, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আজ থেকেই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করবো। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা প্রস্তুত, তবে সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা ছাড়া তা সম্ভব নয়।’
সভায় অংশগ্রহণকারীরা এলাকাকে যানজট ও মাদকমুক্ত করতে সমন্বিত উদ্যোগ ও নিয়মিত নজরদারির দাবি জানান।










