ঢাকার আশুলিয়ায় সেপটিক ট্যাংক বিস্ফোরণ হয়ে রাব্বানী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান শনিবার (১১ অক্টোবর) সকালে এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইলের রহমতুল্লাহর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বানী রহমতুল্লাহর টিনশেট বাড়ির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি বগুড়া জেলার সারিয়াকান্দি এলাকার বাসিন্দা।
আহতরা হলেন- মোাহাম্মদ রোহান (০৭), ইমান আলী (৪৫), ফারিয়া বেগম রত্না (৪৫), ইশরাত জাহান রিয়া (১৮) ও সোনিয়া আক্তার (৩৫)। তারা সবাই ওই বাড়িতে বসবাস করতেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা কাওসার আলী বলেন, রাত ৩টার দিকে ওই এলাকার একটি টিনশেড বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ঘটনাস্থলেই বাড়ির ম্যানেজার রাব্বানী নিহত হন। আহত হয় বাড়ির অন্যান আরও পাঁচ সদস্য। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, বর্তমানে তারা আশঙ্কা মুক্ত।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান বলেন, নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।










