রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ত্রুটিমুক্ত ওএমআর মেশিনে ভোট গণনাসহ সাত দফা দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে প্রধান কমিশনারের কাছে স্মারকলিপি দেন ছাত্রশিবির মনোনীত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা।
এর আগে দুপুরে ছাত্রদল মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল হাতে ভোট গণনাসহ ছয় দফা দাবি জানিয়েছিল।
শিবিরের দাবিগুলোর মধ্যে রয়েছে—পোলিং এজেন্টদের প্রবেশাধিকার নিশ্চিত করা, অনুমোদিত সাংবাদিকদের জন্য আলাদা আইডি কার্ডের ব্যবস্থা রাখা, ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন, প্রযুক্তিগত সমস্যায় হাতে গণনার সুযোগ রাখা, নির্বাচনের দিন ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা এবং নির্বাচন কমিশনের পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখা।
শাখা ছাত্রশিবির সভাপতি ও ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাতে গণনায় তিন দিন সময় লেগেছিল। এখানে শিক্ষার্থীর সংখ্যা বেশি, হাতে গণনা করলে সাত দিনও লাগতে পারে। এতে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে। তাই আমরা চাই দিনের ভোটের ফলাফল দিনেই প্রকাশ হোক।”
অন্যদিকে ছাত্রদলের দাবিগুলোর মধ্যে রয়েছে—স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার, ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশ, ভুয়া ভোট ঠেকাতে নিরাপত্তাবেষ্টনী তৈরি, অবৈধ অর্থের প্রভাব রোধ এবং সবার জন্য সমান আচরণবিধি নিশ্চিত করা।
এদিন বৃষ্টির কারণে প্রার্থীদের প্রচারণা ব্যাহত হয়। তবে বিকেলে টুকিটাকি চত্বরে সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী কাজী শফিউল কালামকে ইউকেলেলে বাজিয়ে প্রচারণা চালাতে দেখা যায়। ভিপি প্রার্থী তাসিন খানও বৃষ্টির ফাঁকে প্রচারণায় অংশ নেন।










