পরিবেশ বিষয়ক সংগঠন ‘নেচার কনজারভেশন ইনিশিয়েটিভ (এনসিআই)’ আজ শনিবার (১ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘প্রকৃতি উৎসব ২০২৫’ আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ভিত্তিক এই সংগঠনটি এনভোলিড ও জিআরএম কনসালটিং সার্ভিসেস লিমিটেডের সহযোগিতায় জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠানটি আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, এনসিআইয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দিন, জিআরএম কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল হামিদ, এনভোলিড লিমিটেডের নির্বাহী কর্মকর্তা মো. আবু রাহাত, এনসিআই সভাপতি ফাতিন ইদ্রাক এবং এনসিআই সাধারণ সম্পাদক পূর্ণিমা কবির।
এ বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল এবং কলেজের প্রায় ৫০০ শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে।
পরিবেশ সংরক্ষণের গুরুত্বের ওপর জোর দিয়ে প্রতীকী বৃক্ষরোপণ এবং ফলক উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এরপর শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী, পরিবেশবান্ধব উদ্যোগ প্রদর্শনকারী একটি প্রকল্প ও ধারণা প্রদর্শনীর আয়োজন করা হয়।
দিনব্যাপী আয়োজনে ছিল পোস্টার উপস্থাপন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কুইজ প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীরা তাদের জ্ঞান প্রদর্শন করেন।
দিনের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন ছিল ‘ট্রেজার হান্ট’, যেখানে অংশগ্রহণকারীরা ক্যাম্পাসজুড়ে সূত্র অনুসন্ধান করেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যারা পরিবেশ সংরক্ষণে অসাধারণ অবদান ও জ্ঞান প্রদর্শন করেছেন।
এই আয়োজনের মাধ্যমে এনসিআই তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন ও দায়িত্বশীল করে তুলতে এবং একটি টেকসই ভবিষ্যতের পথে এগিয়ে নিতে অনুপ্রাণিত করতে চায়।










