রাজশাহীর বাগমারায় চাঁদা না দেওয়ায় নারায়ণ ভবানী (৫৫) নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে ইউনিয়ন তাঁতী দলের এক নেতার বিরুদ্ধে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনার প্রতিবাদে চাইসাঁড়া গ্রামের শতাধিক হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ থানায় গিয়ে অবস্থান নেন।
অভিযুক্ত নবাব হোসেন ওরফে বাচ্চু (৩০) জাতীয়তাবাদী তাঁতী দলের গোবিন্দপাড়া ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সপ্তাহখানেক আগে নবাব হোসেন নারায়ণ ভবানীর কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাড়ি ফেরার পথে নবাব তাঁকে আটকে রড দিয়ে মারধর করেন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেন।
আহত নারায়ণ জানান, গ্রামে সচ্ছল হওয়ায় তিনি নবাবের টার্গেটে পরিণত হয়েছেন। মামলা করতেও ভয় পাচ্ছেন তিনি।
ঘটনার প্রতিবাদে চাইসাঁড়া গ্রামের শতাধিক হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ থানায় গিয়ে অবস্থান নেন। পরে মামলা গ্রহণ ও গ্রেপ্তারের আশ্বাস দিলে তাঁরা ফিরে যান।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, নবাবের বিরুদ্ধে মামলা নেওয়া হবে এবং তাঁকে আটকের চেষ্টা চলছে। গ্রামের নিরাপত্তার বিষয়টিও দেখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত বছরের আগস্ট থেকে নবাব নিয়মিত চাঁদাবাজি করে আসছেন। টাকা ছাড়াও ধান-চাল আদায় করতেন তিনি। ধারালো অস্ত্র নিয়ে চলাফেরা করায় কেউ প্রতিবাদ করতে সাহস পান না। এর আগে একবার তাঁকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হলেও জামিনে ছাড়া পান।
গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, নবাবের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। এ বিষয়ে তাঁতী দলের আহ্বায়ক মামুনুর রশিদ জানান, নবাবের অপরাধের দায় বিএনপি বা সহযোগী সংগঠন নেবে না।










