বৃহস্পতিবার | ১৩ নভেম্বর, ২০২৫ | ২৮ কার্তিক, ১৪৩২ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৭

৯৭ সংগঠনের যৌথ বিবৃতি

ফজলুকে বহিষ্কার ও গ্রেফতার দাবি জুলাই ঐক্যের

ডেস্ক রিপোর্ট

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারের রাজনৈতিক উপদেষ্টা ফজলুর রহমানের সাম্প্রতিক বিতর্কিত বক্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে গণঅভ্যুত্থানভিত্তিক বৃহত্তর রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘জুলাই ঐক্য’। সংগঠনটির ব্যানারে ৯৭টি সংগঠন যৌথ বিবৃতি দিয়ে ফজলুর রহমানকে অবিলম্বে বহিষ্কার ও গ্রেফতারের দাবি জানিয়েছে।

রোববার (২৪ আগস্ট) জুলাই ঐক্যের পাঠানো এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি একটি গণমাধ্যমের অনুষ্ঠানে ফজলুর রহমান বলেন, ‘৫ আগস্টের ঘটনাপ্রবাহ ঘটিয়েছে কালো শক্তি, যারা ৫ আগস্ট ঘটিয়েছে তাদের আমি নেতা বলতে চাই না, তারা কেবল অভিনেতা। মানুষ এখন বুঝে গেছে, এরা রাজাকারের বংশধর।’ জুলাই ঐক্যের মতে, এই বক্তব্য সরাসরি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও শহীদদের রক্তের প্রতি অবমাননা এবং বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকেও প্রশ্নবিদ্ধ করেছে।

জুলাই ঐক্যের নেতারা দাবি করেন, অবিলম্বে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফজলুর রহমানকে সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার এবং গ্রেফতার করতে হবে। অন্যথায় ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশে শোকজের রাজনীতি যুগযুগ ধরে চলছে। ফজলুর রহমানের ক্ষেত্রেও যেন তা কেবল শোকজে সীমাবদ্ধ না থাকে, বিএনপিকে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

জুলাই ঐক্য অভিযোগ করেছে যে, দীর্ঘ ১৫ বছরের আওয়ামী লীগের দুঃশাসনের সময় ফজলুর রহমান বাধাহীনভাবে সময় কাটিয়েছেন এবং তখন তিনি আওয়ামী লীগের সঙ্গে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, “চব্বিশের গণঅভ্যুত্থানের পরও যারা ফ্যাসিবাদের চর্চা করছেন, আওয়ামী লীগ পুনর্বাসনের স্বপ্ন দেখছেন কিংবা ভারতের ভাষায় কথা বলছেন, তাদের সতর্ক করা হচ্ছে। প্রয়োজনে চূড়ান্ত বিপ্লবের পথে যেতে হবে—তখন কোনো আদর্শই জুলাই শক্তির সামনে টিকবে না।

যৌথ বিবৃতিতে যুক্ত ৯৭ সংগঠন:

এই বিবৃতিতে আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, জুলাই রেভলুশনারি অ্যালায়েন্স, বাংলাদেশ কওমি ছাত্র সংগঠন, বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলন, জুলাই সাংস্কৃতিক সংসদ, সোসাল সাইন্স ক্লাব ঢাকা কলেজ, Rotaract Club of Islamic University, CCS-জাতীয় ভোক্তা অধিকার, সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক ঢাবি, People’s Reform Alliance, একতার বাংলাদেশ, জুলাই বিপ্লবী যুব সংগঠন, বাংলাদেশ সংস্কার আন্দোলন, নিরাপদ বাংলাদেশ চাই, Youth For Peace and Justice, Human Right Society, পল্টন সাহিত্য ফোরাম, Scholars Foundation, জাতীয় শ্রমিক ঐক্য, Anti Fascist Coalition, জুলাই স্মৃতি ফাউন্ডেশন যাত্রাবাড়ী, জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদসহ মোট ৯৭টি সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930