ঢাকা জেলার আশুলিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জাল রুপি ও বাংলাদেশি জাল টাকাসহ রফিকুল ইসলাম রফিক (৪২) নামের এক জাল নোট কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
রবিবার (১৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন।
এর আগে, শনিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার কুন্ডলবাগ পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রফিকুল ইসলাম ওরফে রফিক বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বাখরখাঠী এলাকার মৃত মান্নান সিকদারের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার কুন্ডলবাগ পুকুরপাড় এলাকায় বসবাস করছিলেন।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ভারতীয় ৩৯,৫০০ জাল রুপি (৫০০ রুপির ৭৯টি নোট) ও বাংলাদেশি ১,১৬,০০০ জাল টাকা (৫০০ টাকার ২৩২টি নোট)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিক স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের এলাকায় জাল টাকাসহ ভারতীয় জাল রুপির কারবার করে আসছিলেন।
ওসি জালাল উদ্দিন আরও জানান, গ্রেপ্তারকৃত রফিকুল ইসলামের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা রুজু করা হয়েছে এবং তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।










