সালিশের নামে ইউনিয়ন পরিষদের এক সদস্যের নির্দেশে পাঁচ যুবকের মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে। রোববার (২৬ অক্টোবর) পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ছোটবাইশদিয়া ইউনিয়নের মধ্য চতলাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত রেশাদ খলিফা ওই্ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।
স্থানীয়দের জানান, রেশাদ খলিফার উপস্থিতিতেই ‘শাস্তি’ হিসেবে এ ঘটনা ঘটানো হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, লাঠি হাতে রেশাদ খলিফা দাঁড়িয়ে আছেন, আর নাপিত ওই পাঁচ যুবকের মাথা ন্যাড়া করছেন।
স্থানীয়রা জানায়, মধ্য চতলাখালী গ্রামের মনির গোলদার ও মোজাম্মেল মৃধার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে শুক্রবার কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে শনিবার রাতে মনিরের ছেলে রাব্বি ও মোজাম্মেলের ছেলে রিয়ানের মধ্যে আবারো তর্ক ও মারামারি হয়। এর জেরে রোববার (২৬ অক্টোবর) সকালে ইউপি সদস্য রেশাদ খলিফার উপস্থিতিতে মধ্য চতলাখালীর খুতির বাজার এলাকায় সালিশ বসানো হয়। সেখানে দুই পক্ষসহ স্থানীয় লোকজনকে ডেকে এনে তিনি পাঁচ তরুণকে ‘বখাটে’ আখ্যা দিয়ে মাথা ন্যাড়া করার নির্দেশ দেন। একপর্যায়ে নিজেই নাপিত ডেকে এনে প্রকাশ্যে মাথা ন্যাড়া করান।
ভুক্তভোগীরা হলেন- রাব্বি (১৮), রিয়ান (২১), রাতুল (১৭), শাকিল (১৯) ও নয়ন সরদার (১৮)।
ভুক্তভোগী নয়নের মা ঝর্ণা বেগম বলেন,‘আমার ছেলে কোনো অপরাধ করেনি, শুধু মারামারি থামিয়েছে। অথচ মেম্বার নিজে উপস্থিত থেকে তার মাথা ন্যাড়া করেছে। এটা আমাদের জন্য চরম অপমানজনক।’
অপর ভুক্তভোগী রাব্বি বলেন, ‘রিয়ান ভাইয়ের সঙ্গে আমার ঝামেলা হয়েছিল, কিন্তু সালিশে আমাদের সঙ্গে আরও তিনজনের চুল কেটে দিয়েছে। ওরা নিরপরাধ ছিল।’
অভিযুক্ত ইউপি সদস্য রেশাদ খলিফা অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ছিলাম না।’
ভিডিওতে আপনি ছিলেন বলে জানালে তিনি বলেন, ‘তাদের পিতা-মাতার উপস্থিতিতে মাথা ন্যাড়া করা হয়েছে।’
চুল কেটে দেওয়া সেলুনের মালিক স্বপন শীল জানান, ‘রেশাদ মেম্বার নিজে আমাকে ডেকে নিয়ে গিয়েছিলেন। জিরো মেশিন নিয়ে গিয়ে পাঁচজনের চুল কেটে দিতে বলেন।’
রাঙ্গাবালী থানার ওসি শামীম হাওলাদার বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। কেউ অভিযোগ দিলে ও প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব দাশ পুরকায়স্থ জানান, ‘ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হবে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’










