খুলনার দিঘলিয়া উপজেলায় জিসান (৭) নামে এক শিশুকে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার আসামিদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ রোববার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দেয়াড়া খেয়াঘাট-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে গতকাল শনিবার বিকেলে দেয়াড়া খেয়াঘাট-সংলগ্ন এলাকার ফয়সাল শেখের বাড়ির উঠান থেকে মাটিচাপা অবস্থায় জিসানের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফয়সাল ও তাঁর বাবা-মায়ের নামে হত্যা মামলা করার পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
নিহত শিশুর বাবা আলমগীর হোসেন স্থানীয় মণ্ডল জুট টেক্সটাইল কারখানায় চাকরি করেন। ঘটনার পর আজ রোববার ওই কারখানার শ্রমিক ও স্থানীয় লোকজন জড়ো হয়ে ফয়সালের বাড়িতে হামলা করেন। পরে বাড়ির আসবাব ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়।
দিঘলিয়া থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার বিশ্বাস বলেন, উত্তেজিত জনতা শিশু জিসান হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল ও তাঁর পরিবারের বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছেন। পরে পুলিশ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ জানায়, নিহত জিসানের পরিবার স্থানীয় মণ্ডল জুট টেক্সটাইল কারখানার কোয়ার্টারে থাকে। ৯ অক্টোবর বিকেল থেকে জিসান নিখোঁজ ছিল। খোঁজ না পেয়ে সেদিনই জিসানের বাবা আলমগীর হোসেন দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির তদন্তে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে কোয়ার্টার থেকে প্রায় ৫০০ গজ দূরে স্থানীয় জি এম হান্নান শেখের ছেলে ফয়সাল শেখের সঙ্গে জিসানকে সর্বশেষ দেখা যায়।










