জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় খেলার মাঠে ঘাস কাটার মেশিনের ব্লেড ছিটকে গিয়ে এক দোকানকর্মীর মাথায় ঢুকে গুরুতর আহত হয়েছেন সাব্বির হোসেন (সুমন)। শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
আহত সাব্বিরের গ্রামের বাড়ি সাতক্ষীরায়। তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় কাঁকড়া ফ্রাইয়ের একটি ভ্রাম্যমাণ দোকানের কর্মচারী। দুর্ঘটনার পর তাঁকে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
ঢামেক চিকিৎসকের বরাতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, ‘ব্লেডটি সাব্বিরের খুলিতে ঢুকে প্রায় এক ইঞ্চি গভীরে প্রবেশ করেছিল। রাত সাড়ে ১২টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে ব্লেডটি বের করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।’
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চলমান রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের শেষ দিনের প্রস্তুতি হিসেবে বিকেলে মাঠের ঘাস কাটা হচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, মাঠকর্মী আবুল হোসেন ঘাস কাটার সময় মেশিনের একটি ব্লেড ভেঙে ছিটকে গিয়ে সাব্বিরের মাথায় আঘাত হানে।
দুর্ঘটনার সময় সাব্বিরের দোকানের পাশেই পিঠার দোকান পরিচালনা করছিলেন সাভারের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাদিয়া মীম। তিনি বলেন, ‘সাব্বির দোকানে দাঁড়িয়ে ছিল। হঠাৎ ব্লেডটি এসে মাথায় লাগে, সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে।’
বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের সভাপতি আরশাদ হাবিব বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। টুর্নামেন্টটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়েই অনুষ্ঠিত হয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, ‘খেলার বিষয়ে উপাচার্য মহোদয়ের অনুমতি ছিল বলে আয়োজকেরা জানিয়েছেন।’










