ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জয়ের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে বলে আশা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় নারী শাখার মজলিশে শূরার উদ্বোধনী বক্তব্যে তিনি এমন আশা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘আল্লাহ রহমতে ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ) ও জাকসু (জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির বিজয় লাভ করেছে। এ বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন। এ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে ইনশাআল্লাহ।’
‘যারা আমাদের পছন্দ করেন, ভালোবাসেন এবং আমরা যাদের পছন্দ করি, ভালোবাসি তাদের নিয়েই আমরা আগামী নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করার আশা করি।’
চলতি মাসের ৯ সেপ্টেম্বর ডাকসুতে ভিপি-জিএসসহ প্যানেলের বেশির ভাগ পদে জয় পায় ছাত্রশিবির সমর্থিত প্যানেল। এর দুদিন পর ১১ সেপ্টেম্বর জাকসুতেও জিএসসহ প্যানেলে একেচেটিয়া জয় পায় ছাত্রশিবির সমর্থিত প্যানেল।
দলীয় কর্মীদের ‘বিনয়ী’ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অতি উৎসাহিত হয়ে কৃতিত্ব জাহির করা যাবে না। বিনয়ী হতে হবে। জনগণের সেবক হতে হবে।’
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের ‘ফ্যাসিবাদী শাসনের’ চিত্র তুলে ধরে জামায়াত আমির বলেন, ‘ফ্যাসিবাদী শাসনামলে অনেকে নিহত হয়েছেন, আহত হয়েছেন এবং অনেকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। জামায়াতের নেতারা নানাভাবে কারাভোগ ও দমন-নিপীড়নের শিকার হয়েছেন।’
‘অনেকে এখনো অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন, তাদের সুস্থতার জন্য আমরা দোয়া করছি।’
মগবাজারের আল ফালাহ মিলনায়তনে নারী শাখার মজলিশে শূরার এ অধিবেশনে ‘রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন ২০২৬’ শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও ‘দারসুল কুরআন’ পেশ করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি মুহতারামা নূরুন্নিসা সিদ্দীকার সভাপতিত্বে দিনব্যাপী এ অধিবেশনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, কেন্দ্রীয় মহিলা বিভাগীয় কর্মপরিষদ সদস্য ও নির্বাচিত শূরা সদস্যরা উপস্থিত ছিলেন।










