ঢাকার সাভারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন সাভার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক বাংলার প্রতিনিধি সাংবাদিক আরিফুর রহমান।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে অসুস্থ এই সাংবাদিকের খোঁজখবর নেন। এ সময় তিনি রোগীর জন্য ফলমূলসহ প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নিয়ে যান।

পরিবার সূত্রে জানা গেছে, পাঁচ দিন আগে জ্বরে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শে প্রাথমিকভাবে নিজ বাসায় চিকিৎসা নেন সাংবাদিক আরিফুর রহমান। তবে হঠাৎ করে রক্তে প্লাটিলেটের পরিমাণ বিপজ্জনকভাবে কমে গেলে বৃহস্পতিবার দুপুরে তাকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসকরা।
বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা জানিয়েছেন, রোগীর অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়, তবে আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে।
সাভার প্রেসক্লাবসহ সহকর্মীরা সাংবাদিক আরিফুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
সাভারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাংবাদিক আরিফুর হাসপাতালে ভর্তি, প্রেসক্লাব সভাপতির খোঁজখবর










