টানা একমাস ধরে গ্যাস নেই সাভারের আমিনবাজার এলাকায়। এতে ২২টি গ্রামের প্রায় দেড় লক্ষাধিক মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। গ্যাস না থাকায় খেয়ে না খেয়ে দিন পার করছেন ওই এলাকার বাসিন্দারা। পাশাপাশি স্থানীয় সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিপাকে পড়েছেন ওই এলাকার পরিবহণ শ্রমিকরা । তাই গ্যাসের দাবিতে সাভারের আমিন বাজার তিতাসের জ্বালানি গ্যাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। শনিবার (১৫ আগস্ট) বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার এলাকায় বিক্ষোভ করেন তাঁরা। এতে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। এলাকাবাসীর অভিযোগ, নিয়মিত বিল পরিশোধ করলেও দীর্ঘদিন ধরে গ্যাস পাচ্ছেন না তাঁরা। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার গ্রাহক।
ভুক্তভোগী জানায়, সাভার উপজেলার আমিন বাজার ইউনিয়নে আশপাশের এলাকায় দীর্ঘ একমাস ধরে জ্বালানি গ্যাসের সংকট চলছে। গ্যাস–সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে লক্ষ লক্ষ গ্রাহককে। এতে ক্ষুব্ধ এলাকার লোকজন। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে গ্যাসের দাবিতে আমিন বাজার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন কয়েক পুরুষ। এতে ঢাকা মুখি মহাসড়কে এক পাশ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভে স্থানীয় বিএনপি আমজাদসহ কয়েক শত মানুষ অংশ নিয়ে মহাসড়কে অবস্থান নেন। মহাসড়ক অবরোধের খবর পেয়ে আমিন বাজার পুলিশ ফাড়ি পুলিশ গিয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে এলাকার লোকজন মহাসড়ক ছেড়ে দেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।
বিক্ষোভে নেতৃত্ব দেন সাভার উপজেলার সাবেক উপজেলার চেয়ারম্যান ও বিএনপি নেতা কফিল উদ্দিন। তিনি বলেন, ‘আমিন বাজার ইউনিয়নে আশপাশের এলাকার কয়েক লাখ গ্রাহক একমাস ধরে গ্যাস পাচ্ছেন না। গ্যাস না থাকায় লাকড়ি, গ্যাস সিলিন্ডারে রান্নার কাজ করতে হচ্ছে। গ্যাসের সমস্যা সমাধানে তিতাস গ্যাস অফিসকে লিখিতভাবে কয়েক দফা জানালেও তারা কোনো উদ্যোগ নেয়নি। অথচ গ্যাস না পেলেও তিতাসকে নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে। তাই বাধ্য হয়ে গ্যাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেন এলাকার লোকজন।’
বড়দেশি এলাকার বাসিন্দা গৃহিণী রহিমা ছয়জনের সংসার। এক ১মাস ধরে গ্যাসের সংকটে ভুগছেন তাঁরা। মাঝেমধ্যে রাত ১২টার পর একটু গ্যাস এলেও তা আবার ভোরের আগেই চলে যায়। পাইপলাইনে গ্যাস না থাকায় প্রতি মাসে রান্নার কাজে সাড়ে ১২ কেজি ওজনের ২টি করে সিলিন্ডার লাগছে তাঁদের। এতে সংসারের খরচ বেড়েছে।’
মহাসড়ক অবরোধের সত্যতা স্বীকার করে আমিন বাজার পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক স্বপন বলেন, ‘বিকালে গ্যাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন এলাকাবাসী। তাঁরা ১০ থেকে ১৫ মিনিট মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের যথাযথ অভিযোগ কর্তৃপক্ষকে জানানোর জন্য বললে তাঁরা মহাসড়ক ছেড়ে দেন এবং যানবাহন চলাচল শুরু হয়।’
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের জরুরি গ্যাস নিয়ন্ত্রণ শাখার ব্যবস্থাপক প্রকৌশলী রিফাত আবদুল্লাহ বলেন, ‘আমিনবাজারে গ্রাহকদের ভোগান্তি নিরসনে কাজ চলছে। শিগগিরই সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে।’










