পিরোজপুরে বিপুল মৈত্র (৫২) নামে এক শিক্ষককে হাতুড়িপেটা করে তার দুই পা ও হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় সরদার কামরুজ্জামান চান নামে একজনকে ওই রাতেই গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ঝরঝরিতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বিপুল মৈত্র সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা বহুমুখী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবগঠিত পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির দুই গ্রুপের কোন্দলের জেরে বিপুল মৈত্রকে পিটিয়ে আহত করা হয়। তিনি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এলিজা জামানের সমর্থক। আরেক গ্রুপ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী সরদার কামরুজ্জামান চানের সমর্থকরা তার ওপর হামলা করে। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সরদার কামরুজ্জামান চানকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ।
জেলা বিএনপির কয়েকজন নেতাকর্মী জানান, হামলার ঘটনার আগে জেলা বিএনপির কার্যালয়ে কামরুজ্জামান চান তার দলবল নিয়ে বৈঠক করেন। সেখানে জুজখোলা বহুমুখী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এলিজা জামানকে নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এলিজা জামান তার বাবার প্রতিষ্ঠিত জুজখোলা বহুমুখী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের সভাপতি হয়েছেন, যা মেনে নিতে পারেননি তারা। এটা নিয়েই মূলত বিরোধের সৃষ্টি।
জুজখোলা বহুমুখী সম্মিলিত উচ্চ বিদ্যালয়েয় ম্যানেজিং কমিটির সভাপতি এলিজা জামান বলেন, ‘বিদ্যালয়ের একটি অনুষ্ঠান শেষে বিকেলে প্রধান শিক্ষক ও অপর আরেকজন শিক্ষক মোটরসাইকেলে পিরোজপুর যাচ্ছিলেন। পথে কমদতলার ঝরঝরিতলা এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করে শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পা ও একটি হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।’
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘একজন শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’










