মানিকগঞ্জ জেলা বিশেষ শাখা (ডিএসবি) পুলিশ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ছয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
গতকাল শুক্রবার (১৫ আগস্ট) দিনভর অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএসবি পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন গতরাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন, মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী মাহমুদুল হাসান জুয়েল, ঘিওর উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামের মো. রতন খান (৪৩), মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম সেওতা গ্রামের মো. আল আমিন (৩২), মানিকগঞ্জ সদর উপজেলার চেগার ঘোনা গ্রামের মো. আলিবর্দি, শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের জসিম উদ্দিন এবং দৌলতপুর উপজেলার কলিয়া গ্রামের মশিউর রহমান।
ডিএসবি পরিদর্শক আরো জানান, গ্রেপ্তারের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।










