বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে। তিনি বলেন, “নারী ও পুরুষ উভয়ের জন্য সমান কর্মঘণ্টা নারীদের প্রতি অবিচার। মা সন্তান জন্ম দেন, তাকে লালন করেন, আবার পেশাগত দায়িত্বও পালন করেন। তাই নারীদের জন্য কর্মঘণ্টা হ্রাস করা হবে।”
রোববার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকানদের আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির অভিযোগ করেন, তার দলকে নিয়ে নানা অপপ্রচার চালানো হয়। “বলা হয়, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘরে তালাবদ্ধ করে রাখবে। কিন্তু আমরা তো বলি—এত তালা কেনার টাকা আমাদের কোথায়?”
ডা. শফিকুর রহমান আরও বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান রায় দেখতে চায় বাংলাদেশের মানুষ। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যে-ই সরকারে আসুক না কেন, এসব মামলার ন্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে।
এছাড়া, ক্ষমতায় গেলে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বচ্ছতা আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।










