ঢাকার আশুলিয়ার জিরানী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭টি দোকান এবং দোকানে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকদের।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর মহানগরীর সীমান্তবর্তী জিরানী বাজারে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আগুনের তীব্রতা বেড়ে গেলে সারাবো ফায়ার সার্ভিস থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, তবে পুরোপুরি নির্বাপণে আড়াই ঘণ্টা সময় লাগে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব কুমার চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে আনুমানিক দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে মুদি দোকান, লাইব্রেরি, কাপড়ের দোকান, জুতার দোকান ও টিনের দোকান। সামি লাইব্রেরির মালিক আনোয়ার হোসেন দাবি করেন, তার দোকানে এক কোটি টাকার বেশি মালামাল ছিল, যা পুরোটাই পুড়ে গেছে। এছাড়া কেরু বেপারী মার্কেটের ইমরুল, লিজু মোল্লা, মঞ্জুর, আব্দুস সবুর ও আরিফের দোকানও সম্পূর্ণ ভস্মীভূত হয়।
দোকান মালিকরা জানান, তারা অনেকেই ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন। আগুনে সব কিছু পুড়ে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে গেছেন। এখন তারা সরকারি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করছেন।










