সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর ব্রিজ এলাকায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে একটি গার্মেন্টস কারখানার ২৫ লাখ টাকা লুট করেছে ছিনতাইকারীরা। একইসঙ্গে অপহরণ করা হয় কারখানার তিন কর্মীকে।
ভুক্তভোগী প্রতিষ্ঠানটির কর্মীদের ভাষ্য, ইসলামী ব্যাংকের হেমায়েতপুর শাখা থেকে নগদ ২৫ লাখ টাকা এবং আরও ৩ কোটি ২৫ লাখ টাকার ৭টি পে-অর্ডার ও চেক নিয়ে রাজধানীর তেজগাঁওয়ের উদ্দেশে রওনা দেন তারা। পথে সালেহপুর ব্রিজ এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার ও একটি নোয়া মাইক্রোবাসে থাকা ছিনতাইকারীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের গাড়ি থামায়। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নেয় তারা।

এ সময় গাড়ির চালক বাচ্চু মিয়াকে রাস্তার পাশে রেখে, কারখানার তিন কর্মী — লিটন মিয়া (৩৭), বাইজিদ মিয়া (৪৫) এবং রাসেল হোসেন (৩২) — কে হাতকড়া পরিয়ে অপহরণ করে ধামরাইয়ের দিকে নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে নির্যাতনের পর বাইজিদ ও লিটনকে ধামরাইয়ের সুতিপাড়া ব্রিজের নিচে ফেলে দিয়ে পালিয়ে যায় তারা। রাসেল হোসেনকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ইসলামবাজার এলাকায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন কারখানাটির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ম্যানেজার মাইনুল ইসলাম মামুন।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন বলেন, “ডিবি পুলিশের পরিচয়ে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত চক্রের সন্ধানে আমাদের পাঁচ-ছয়টি দল মাঠে কাজ করছে।”

তিনি আরও জানান, “মহাসড়কের সিসিটিভি ক্যামেরাগুলো নষ্ট থাকায় তদন্তে কিছুটা সমস্যা হচ্ছে, তবে আশপাশের এলাকার কার্যকর ক্যামেরাগুলোর ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।”
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালে আহম্মেদ জানান, “ছিনতাই হওয়া টাকা উদ্ধারে ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।”










